ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

শেয়ারবাজারে এক সপ্তাহে লেনদেন কমেছে ১৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৮, ১৯ অক্টোবর ২০২৪

শেয়ারবাজারে এক সপ্তাহে লেনদেন কমেছে ১৩ শতাংশ

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর হারানোর কারণে বাজার মূলধন কমেছে ৫ হাজার ২৫০ কোটি টাকা। আর বড়, ছোট ও প্রাতিষ্ঠানিক সবধরনের বিনিয়োগকারীর নিষ্ক্রিয়তার কারণে লেনদেন কমেছে ১৩ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৫ হাজার ২৫০ কোটি টাকা বা ০.৭৮ শতাংশ।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৭২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬৬ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৯৪ কোটি ৭০ লাখ টাকার বা ১৩ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৪ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩২ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭৪ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪টির বা ৮.৫৮ শতাংশের, কমেছে ৩৪৫টির বা ৮৭.১২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.২৯ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০ কোটি ২১ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৪ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৮২১ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির দর বেড়েছে, ২১৬টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

×