ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

নিরীক্ষকের মতামত প্রকাশ

বন্ধের পথের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ১৭ অক্টোবর ২০২৪

বন্ধের পথের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

বন্ধের পথের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা ভালো যাচ্ছে না অনেক বছর ধরেই। এরই মধ্যে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ঋণাত্মক হয়ে গেছে। কোম্পানিটির আর্থিক হিসাবে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে নিরীক্ষক। যে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা বা পরিচালনা করার সক্ষমতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কোম্পানিটির সর্বশেষ ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, বিমা কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ঋণাত্মক ২৫৪ কোটি ৪১ লাখ টাকা। এ কোম্পানিটির ২০২৩ সালে পরিচালন নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ১৩ কোটি ৪৬ লাখ টাকা। এই দুই ঋণাত্মক হিসাব কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করার সক্ষমতাকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। কোম্পানিটিতে বীমা দাবি দাঁড়িয়েছে ২২৫ কোটি ৬৬ লাখ টাকা।

যা বিমা আইন ২০১০ এর ৭২ ধারা অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরিশোধ করেনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। এ ছাড়া ওই বিমা দাবির বিপরীতে কোন সুদজনিত সঞ্চিতি গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির আর্থিক হিসাবে দেখানো ৪ কোটি ৩৪ লাখ টাকার সাদাকা ফান্ডের (পদ্মা ওয়েলফেয়ার ফান্ড) বিষয়ে প্রমাণাদির অভাবে নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক। এ ছাড়া ব্যাংক স্টেটমেন্টের অভাবে ব্যাংকে দেখানো ৫ কোটি ৫২ লাখ টাকার নগদ হিসাবেরও নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক।
এদিকে ভাড়া নিয়ে চুক্তির অভাবে কোম্পানিটির আর্থিক হিসাবে দেখানো ভাড়া বাবদ ৩ কোটি ৪ লাখ টাকা আয় এবং ভাড়াবাবদ পাওনা ৯ লাখ টাকার বিষয়ে নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক। নিরীক্ষক জানিয়েছেন, আন্তর্জাতিক হিসাব মান (আিইএএস)-১২ অনুযায়ী, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ডেফার্ড ট্যাক্স গণনা করা হয় না।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কনফিডেন্স সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.৪৪ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার শেয়ার দর দাঁড়িয়েছে ১৯.১০ টাকায়।

×