ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সপ্তাহ শেষে দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

প্রকাশিত: ১৭:৪৮, ৯ অক্টোবর ২০২৪

সপ্তাহ শেষে দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

নিউলাইন ক্লোথিংস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৯ অক্টোবার) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন হয়েছে ৩৭ টির।  এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার দিন শেষে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রানার অটোমোবাইলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ২৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনলিমায়ারন ডাইং লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচুয়াল ফান্ড, ডুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
 

 

ফুয়াদ

×