ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

প্রকাশিত: ১৭:৪৫, ৯ অক্টোবর ২০২৪

সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

অগ্নি সিস্টেমস লিমেটেড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৯ অক্টোবার) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমেটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার অগ্নি সিস্টেমস লিমেটেডের ৩১ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি কোম্পানি ১৩ কোটি ২৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, এনবিআর ব্যাংক পিএলসি, ব্যাক ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি।
 

 

ফুয়াদ

×