ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন : চেয়া‌রম‌্যা‌নের পদত‍্যাগ দাবি

প্রকাশিত: ১৪:৫১, ৩ অক্টোবর ২০২৪; আপডেট: ১৪:৫২, ৩ অক্টোবর ২০২৪

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন : চেয়া‌রম‌্যা‌নের পদত‍্যাগ দাবি

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা অংশ নেয়।

শেয়ারবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে ২য় দিনের মতো বৃহস্পতিবার (০৩ অক্টোবর) মানববন্ধন শুরু করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা। এ সময় তারা বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির বিনিয়োগকারীরা মানববন্ধন করেন। এরপরে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে আসেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা অংশ নেয়।

বিনিয়োগকারীদের দাবি, বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্তগুলো নিচ্ছে। যার কারনে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এই লোকের পদত্যাগ খুবই জরুরী। যার কোন বিকল্প নেই।

এদিন বিএসইসি ভবনের ভিতরে প্রবেশ করতে চায় বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগকারীরা আসবে এমন খবর পেয়ে আগেই পুলিশের সহায়তা নিয়েছে বিএসইসি। বিএসইসিতে কিছু পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

এক পর্যায়ে বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের সামনের রাস্তা অবরোধ করে। এতে করে রাস্তায় যানজট তৈরী হয়েছে।

 এসআর

×