ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

দরপতনের প্রতিবাদে মানববন্ধন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রাস্তায় বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫২, ২ অক্টোবর ২০২৪

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রাস্তায় বিক্ষোভ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রাস্তায় বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথমবারের মতো রাস্তায় নেমে এসেছে সাধারণ বিনিয়োগকারীরা। শেখ হাসিনার পতনের পরও অব্যাহত পুঁজি হারানোর পর কোন উপায় না দেখে দিনভর মতিঝিল এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে রাস্তায় নেমে আসে ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী। হতাশায় ও ক্ষোভে লেনদেন স্থগিত করে আন্দোলনকারীরা বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করার দাবি জানায়। 
মানববন্ধনে অংশ নিয়ে বিনিয়োগকারীরা অভিযোগ করেন, শেয়ারবাজারে টানা পতনে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বাড়লেও নিশ্চুপ নিয়ন্ত্রক সংস্থা। আওয়ামী লীগের পতনের পর বুধবারে একদিনে সবচেয়ে বড় দরপতন ঘটেছে। একইদিনে সর্বোচ্চ ১৩২ পয়েন্ট সূচক কমেছে। এরই মধ্যে মাকসুদ যোগদানের দেড় মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ৩৭ হাজার কোটি টাকা।
সরেজমিনে দেখা গেছে, বুধবার বেলা সাড়ে ১১ টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির বিনিয়োগকারীরা মানববন্ধন করেন। এ সময় মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, পুঁজিবাজারের ধারাবাহিক দর পতন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ। একইসঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে শেয়ারবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি।

×