ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

মো. কাজিম উদ্দিন

বিমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বিমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে

কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই

কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মীদের মাঝে কাজ ও দায়দায়িত্ববোধ সম্বন্ধে অবহিত করার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার ভিক্তিপ্রস্তর স্থাপন করে। প্রশিক্ষণ ব্যতিরেকে কর্মীদের ফলপ্রসূ কর্মসম্পাদন আশা করা যায় না। তারই প্রেক্ষিতে ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করে দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। শনিবার ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোম্পানির সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম. নাজিম এ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন অর্থনীতিতে  বিমার গুরুত্ব অপরিসীম। বিমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে।

বিমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোনো জটিল মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন ন্যাশনাল লাইফ বিগত ৪০ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে মানুষকে বিমা সেবা দিয়ে আসছে এবং দাবির টাকা যথা সময়ে গ্রাহকের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে এ সেবা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। পরে তিনি ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তার অংশগ্রহণে দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স বিষয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন। বাংলাদেশে নবপ্রবর্তিত ব্যাংকাস্যুরেন্স বিষয়ে সঠিক জ্ঞান ও বিপণন কৌশল লব্দকরণের লক্ষে দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ের ১০ জন নির্বাহী ও কর্মকর্তা ভারতের কলকাতায় ১৫-১৭ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নেন। -বিজ্ঞপ্তি

×