ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন এ.কে.এম. রমিজুল ইসলাম

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০০:০২, ১৯ আগস্ট ২০২৪

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন এ.কে.এম. রমিজুল ইসলাম

এ.কে.এম. রমিজুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম. রমিজুল ইসলাম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের রবিবার অফিস আদেশ হতে এ তথ্য পাওয়া যায়। রমিজুল ইসলাম ২০০০ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে (জেনারেল সাইড) যোগদান করেন। যোগদান পরবর্তীতে তিনি চট্টগ্রাম অফিসসহ বিআরপিডি, এফইআইডি ও বিএফআইইউতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিভাগীয় দায়িত্বের পাশাপাশি তিনি এলায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুশনের Global Standards Proportionality (GSP) Working Group- এর  চেয়ার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ.কে.এম. রমিজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 
পেশাগত উৎকর্ষতার জন্য তিনি ডেপুটেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) হতে মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে কর্মকালীন সময়ে বাংলাদেশের দ্বিতীয় মিচ্যুয়াল ইভ্যালুয়েশন প্রণয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড, ২০১৬ অর্জন করেন। -বিজ্ঞপ্তি

×