ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না: গভর্নর 

প্রকাশিত: ১৪:৪৫, ১৪ আগস্ট ২০২৪; আপডেট: ১৪:৪৬, ১৪ আগস্ট ২০২৪

অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না: গভর্নর 

নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর

অর্থপাচারকারীরা শা‌ন্তি‌তে থাক‌তে পার‌বে না হাঁশিয়া‌রি দি‌য়ে নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর ব‌লে‌ছেন, তাদের‌কে এখন আর টাকার বা‌লি‌শে ঘুমা‌তে দেওয়া হ‌বে না।

বুধবার (১৪ আগস্ট) দা‌য়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়া‌রি দেন নতুন গভর্নর। ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। আহসান এইচ মনসুরের গভর্নর হওয়ার বিষয়টি মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এবি 

×