ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ডব্লিউটিওর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ

পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৫০, ৭ আগস্ট ২০২৪

পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ

দেশের একটি তৈরি পোশাক কারখানা

তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান অক্ষুণœ রয়েছে বাংলাদেশের। ২০২৩ সালে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যাও বেড়েছে। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৩’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রাখার কৃতিত্ব দেখাল বাংলাদেশ।

২০২০ সালে অতিমারি করোনাকালে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছিল ভিয়েতনাম। পরের বছর ২০২১ সালে ভিয়েতনামকে পেছনে ফেলে হারানো অবস্থান পুনরুদ্ধার করে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে চলে যায় ভিয়েতনাম। নতুন প্রতিবেদনেও পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। পোশাক রপ্তানিতে বরাবরের মতোই এবারও প্রথম অবস্থানে চীন।  ডব্লিউটিওর পরিসংখ্যান অনুসারে, গত বছর বাংলাদেশ ৩ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।

আগের বছর, অর্থাৎ ২০২২ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৫০০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের চেয়ে পোশাক রপ্তানি কম হয়েছে ৭০০ কোটি ডলার। রপ্তানি কমে আসার কারণে বিশ্ববাজার পোশাক রপ্তানিতে হিস্যায়ও পরিবর্তন এসেছে। গত বছর বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ।

২০২২ সালে বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ৬ দশমিক ৪০ শতাংশ। এর আগে ২০২০ সালে ৬ দশমিক ৩০ ও ২০১৯ সালে ৬ দশমিক ৮০ শতাংশ ছিল বাংলাদেশের হিস্যা। 
অন্যদিকে গত বছর চীন বিশ্ববাজারে সর্বোচ্চ ১৬৫ বিলিয়ন বা ১৬ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তার আগের বছর তাদের রপ্তানির পরিমাণ ছিল ১৮ হাজার ২০০ কোটি ডলার। অর্থাৎ গত বছর চীন থেকে পোশাক রপ্তানি কমেছে ১ হাজার ৭০০ কোটি ডলার। 
রপ্তানি কমে আসায় দেশটির হিস্যাও কমে ৩১ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে।

পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম গত বছর ৩ হাজার ১০০ ডলারের পোশাক রপ্তানি করেছে। বিশ্ববাজারে দেশটির হিস্যা দাঁড়ায় ৫ দশমিক ৯৬ শতাংশ। একক দেশের হিসেবের বাইরে জোটগত হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈশ্বিক পোশাক রপ্তানির বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অবশ্য ইইউ জোট থেকে কোন দেশ কী পরিমাণ রপ্তানি করেছে, তা উল্লেখ করা হয়নি ডব্লিউটিওর প্রতিবেদনে।

×