অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি
তরুণদের স্বনির্ভর ও সমাজকে এগিয়ে নিতে বৈশ্বিকভাবে ডিজিটাল সমাধান গুরুত্বপূর্ন বলে মনে করেন ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি।
সোমবার (১০ জুন) বিকেলে রাজধানীর ইমকে সেন্টারে নেক্সটকার্ট-এর অ্যাপস উদ্বোধন করে এমনটাই জানিয়েছেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে চার্লস হোয়াইটলি বলেন, নেক্সটকার্টের মত প্রযুক্তি ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা আরো সহজ করবে।
বিশেষ অতিথি বেসিস-এর সভাপতি রাসেল আহমেদ রিটেইল অটোমেশন এবং এসএমই খাতে ব্যবসায়ীরা কিভাবে নেক্সটকার্টের মতো আধুনিক প্রযুক্তিগত সমাধান ব্যবহার করে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে সে বিষয়ে কথা বলেন।
এসময় অনলাইন ও অফলাইন ব্যবসা নির্বিঘ্নে পরিচালনা, ব্যবসা সহজীকরন, ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি এবং প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে উদ্যোক্তাদের জন্য এই অ্যাপস কার্যকর বলে জানান নেক্সটকার্টের প্রধান নির্বাহী মুস্তাকিম হাসান। নেক্সটকার্ট-এর সহ-প্রতিষ্ঠাতা সামিউর রহমান এই অ্যাপস কতটা কার্যকরভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যক্তাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে তা তুলে ধরেন।
বক্তারা বলেন, নেক্সটকার্ট, ব্যবসাকে টেকসই ও উদ্যক্তাদের চলার পথ মসৃণ করবে।
আরএস/