ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইসিএবি আয়োজিত প্রাক-বাজেট আলোচনা

জমি পতিত ফেলে রাখলে বাড়তি কর আরোপের প্রস্তাব

​​​​​​​অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:০৬, ২৮ এপ্রিল ২০২৪

জমি পতিত ফেলে রাখলে বাড়তি কর আরোপের প্রস্তাব

.

কেউ জমি কিনে সেই জমিতে কোনো স্থাপনা তৈরি না করে বা ব্যবহার না করে ফেলে রাখলে তার ওপর বাড়তি কর আরোপের জন্য এনবিআরকে বিবেচনা করার প্রস্তাব দিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)

রবিবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেস (আইসিএবি) আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় পিআরআইয়ের পক্ষ থেকে এসব প্রস্তাব উঠে আসে পিআইআইয়ের নির্বাহী ব্যবস্থাপক আহসান এইচ মনসুর বলেন, ‘সৌদি আরবে একটি নিয়ম আছে, সেখানে জমি কিনে ফেলে রাখলে জরিমানা হিসেবে বাড়তি কর দিতে হয় বাংলাদেশেরও উচিত এমন ব্যবস্থা করাপূর্বাচলের প্রসঙ্গ টেনে আহসান এইচ মনসুর বলেন, ‘পূর্বাচলে অনেকে জমি কিনে ফেলে রেখেছেন মাইলের পর মাইল খালি পড়ে আছে এখানে আদৌ কিছু উঠবে কি না সন্দেহ আছে এসব জমির ওপর কর আরোপ করা উচিত জমি কিনে এভাবে ফেলে রাখার কোনো মানে হয় না

দেশে রাজস্ব আয় বাড়াতে কর রেট না বাড়িয়ে করের পরিধি বাড়াতে হবে বিশেষ করে প্রত্যক্ষ করের পরিধি না বাড়ালে রাজস্ব আদায়ে কোনো উন্নতি হবে না উল্লেখ করে মনসুর বলেন, দেশের মাত্র এক তৃতীয়াংশ কর আসে প্রত্যক্ষ মাধ্যম থেকে বাকি সব কর আসে পরোক্ষ মাধ্যম থেকে

×