ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশে এলো ৫১ কোটি ডলার

প্রকাশিত: ২০:২১, ১০ মার্চ ২০২৪

দেশে এলো ৫১ কোটি ডলার

ডলার

চলতি ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে পৌঁছেছে ৬ কোটি ৪১ লাখ ডলার। 

রবিবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য সময়ে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ ২০ হাজার ডলার এসেছে।

এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের  ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ লাখ ৬০ হাজার ডলার পৌঁছেছে।

তবে এসময়ে দেশে কার্যরত ১২টি তফশিলি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকও। সেগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

তাছাড়া বিদেশি খাতের সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।

বিদায়ী ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি ২০২৩-২৪ অর্থবছরে যা সর্বোচ্চ। চলমান মাসে এই ধারা অব্যাহত থাকলে আবারও রেমিট্যান্স ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×