ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এলপিজির দাম কমবে নাকি বাড়বে, যখন জানা যাবে

প্রকাশিত: ১০:৩৯, ৩ মার্চ ২০২৪

এলপিজির দাম কমবে নাকি বাড়বে, যখন জানা যাবে

এলপিজির দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ 

অল্প কিছুদিন আগেই বাড়ানো হয়েছিল ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য। জানা গেছে, আবার নতুন করে মূল্য নির্ধারণ করা হচ্ছে এই গ্যাসের।

রবিবার (৩ মার্চ) বিকেলে নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

চলতি বছরের গত মাসের (ফেব্রুয়ারি) ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

এবি 

×