ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদত্যাগ করলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান 

প্রকাশিত: ১৮:১৬, ৩১ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৯:০৬, ৩১ জানুয়ারি ২০২৪

পদত্যাগ করলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান 

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত পরিচালনা পর্ষদ থে‌কে পদত্যাগ ক‌রে‌ছেন। ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত ক‌রে‌ছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যগত কারণে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেওয়া হয়নি।’

ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন আফজাল করিম।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×