
নূর মোহাম্মদ
সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫৩তম সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদোন্নতি পেয়েছেন নূর মোহাম্মদ। এর আগে তিনি প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা বিভাগে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার বড় বিহানালী গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।
১৯৮৯ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, এরিয়া ম্যানেজার, যোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা, যোনাল অডিট অফিসার, জোনাল ম্যানেজার ও বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক স্তরের বিভিন্ন পর্যায়ে সততা, নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যর সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নূর মোহাম্মদ। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ঋণ সুরক্ষা ও আমানতবৃদ্ধিসহ স্মার্ট গ্রামীণ ব্যাংক বিনির্মাণে আরও কার্যকরী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। -বিজ্ঞপ্তি