রিজার্ভ
ধারাবাহিকভাবে কমছিলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাবে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বুধবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে যা ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩৫ মিলিয়ন ডলার।
রিজার্ভের আকার হিসেবে বৃদ্ধির পরিমাণ খুব বেশি না হলেও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উত্স থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরো বাড়বে।
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উত্স থেকে এক দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।
এবি