ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন 

রূপালী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:২৬, ৮ আগস্ট ২০২৩

রূপালী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। 

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ফয়েজ আলম ও মো. ইসমাইল হোসেন শেখ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ, এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  
 

আরএস

সম্পর্কিত বিষয়:

×