ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রপ্তানি আয়ে ডলারের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: ২০:১৬, ২৬ জুন ২০২৩

রপ্তানি আয়ে ডলারের নতুন দাম নির্ধারণ

ফাইল ছবি।

রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ জুন) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে রপ্তানি আয়ে ডলারের দাম বাড়লেও রেমিট্যান্সের ডলারের রেট ১০৮ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত রয়েছে। সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনাসহ বর্তমানে প্রতি ডলার প্রবাসী আয়ে ১১১ টাকা মিলছে।

এ প্রসঙ্গে এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, এবিবি ও বাফেদা যৌথ সভায় রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। জুলাই থেকে রপ্তানির বিপরীতে ব্যাংকগুলো প্রতি ডলারে ১০৭ টাকা ৫০ পয়সা দেবে। আমরা রপ্তানি ও রেমিট্যান্সের রেট এক করার জন্য কাজ করছি। এজন্য রেমিট্যান্সের সঙ্গে সমন্বয় করতে রপ্তানি আয়ের রেট বাড়ানো হয়েছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রবিবার (২৫ জুন) আন্তঃব্যাংকে ডলার লেনদেন হয়েছে ১০৮ টাকা ৪৫ পয়সা থেকে ১০৮ টাকা ৯০ পয়সায়। যা এ যাবৎকালের সর্বোচ্চ বিনিময় হার।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×