ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ জুন ২০২৩; আপডেট: ১৭:৩৬, ২৬ জুন ২০২৩

কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম

কাঁচামরিচ

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশে করে। হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে রবিবার (২৫ জুন) পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার। যার প্রভাবে দেশে দর কমতে শুরু করেছে। বর্তমানে খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

উপ-সহকারী ইউসুফ আলী বলেন, এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে ৫ আমদানিকারক প্রতিষ্ঠান ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ এবং ১ আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্য এলসি করেছেন।

তিনি বলেন, এদিন সকাল সাড়ে ১০টায় কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক ভারত থেকে দেশে প্রবেশে করেছে। সততা বাণিজ্যালয় নামের আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেছে।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×