ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির মতবিনিময় সভা

প্রকাশিত: ১৯:৩৫, ২০ জুন ২০২৩; আপডেট: ১৯:৩৫, ২০ জুন ২০২৩

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির মতবিনিময় সভা

মতবিনিময় সভায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রূপালী ব্যাংকের চেয়াম্যান মো. কাজী ছানাউল হক

রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ ব্যাংকার্স সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের  উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ের ৪র্থ তলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রূপালী ব্যাংকের চেয়াম্যান মো. কাজী ছানাউল হক, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক কাজী রেহান সোবহান, মো. আব্দুস সালাম, এস এম লুৎফর রহমান ও খন্দকার নজরুল ইসলাম। 
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বক্তারা বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ, বাঙালি জাতির মুক্তির ইতিহাস, বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর পরিকল্পনা, নেতৃত্ব নিয়ে আলোচনা ও একই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া। এতে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানাসহ বিভিন্ন ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীগণ।

 

আরএস

সম্পর্কিত বিষয়:

×