ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুই-এক দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করবে সরকার

প্রকাশিত: ১৭:১৪, ২০ মে ২০২৩; আপডেট: ১৭:১৮, ২০ মে ২০২৩

দুই-এক দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করবে সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

দুই থেকে এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (২০ মে) সকালে রংপুরে দুদিনের সফরে এসে রংপুর নগরীর শালবন সেন্ট্রাল রোডে নিজবাসায় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ফের পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে জেনেছি। ঢাকা গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আর দুই থেকে এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে।

তিনি আরও বলেন, বারবার বলে আসছি দুই থেকে এক দিনের মধ্যে দাম না কমলে, পেঁয়াজ আমদানি করবে সরকার। এরপরও প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে। আমি ঢাকায় গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই বিষয় নিয়ে কথা বলব।

এমএম

সম্পর্কিত বিষয়:

×