ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এপ্রিলে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার

প্রকাশিত: ১৯:৩৯, ২ মে ২০২৩

এপ্রিলে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার

ডলার

ঈদুল ফিতরের মাস এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) ১৮ হাজার ১৩ কোটি টাকার বেশি।  বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার। চলতি বছরের মার্চ মাসে এসেছিল ২০১ কোটি ৭৬ লাখ ডলার, সে হিসাবে গত মার্চের তুলনায় এপ্রিলে প্রায় ৩৩ কোটি ডলার কম এসেছে।

এপ্রিল মাসের রেমিট্যান্স বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৩০ হাজার ডলার।

এদিকে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেেশের মাধ্যমে। বেসরকারি খাতের এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ৪২ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে প্রথমবারের মতো রেমিট্যান্স এসেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে। নতুন এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ০.০১ মিলিয়ন ডলার।

ঈদুল ফিতর উপলক্ষে আশা করা হয়েছিল এপ্রিল মাসেও দুই বিলিয়নের ঘর অতিক্রম করবে। ওই মাসটির শুরুতে সেভাবেই রেমিট্যান্স আসছিল। কিন্তু মাসের শেষের দিকে সেই আশা আর বাস্তবে পরিণত হয়নি।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×