ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

প্রকাশিত: ১৮:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

চিনি

সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে এনবিআর।

অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকদের বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করার সুবিধা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

আসন্ন রমজানে বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানিতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে সুপারিশ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সংস্থাটিকে চিঠিও দেওয়া হলে চিনি আমদানিতে শুল্ক তুলে নিল এনবিআর।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×