ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সমাজের অনগ্রসর নারীদের পাশে নাবিল গ্রুপ

প্রকাশিত: ১৫:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩

সমাজের অনগ্রসর নারীদের পাশে নাবিল গ্রুপ

নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ।

সমাজের অনগ্রসর নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহান বক্স।  

রবিবার (৫ফেব্রুয়ারি) উপজেলার দাউকান্দিতে অবস্থিত নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নাবিল গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহান বক্স।

তিনি অত্র এলাকার গরীব, অসহায় ও বিধবা নারীদের কর্মসংস্থান তৈরির জন্য সেলাই মেশিন বিতরণ করেন।

মোঃ জাহান বক্স বলেন, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা কালীন দুর্যোগে খাদ্য চাহিদা পূরণে আমরা সফলতার সাথে কাজ করেছি। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য নিরাপদ খাদ্য সরবরাহ করা এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। 

উল্লেখ্য নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের সর্ববৃহৎ কৃষি ভিত্তিক বানিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন যাত্রা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এমএম

×