বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি ।
দাম বৃদ্ধি সঠিক সিদ্ধান্ত, না বাড়ালে বাজারে চিনিই পাওয়া যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এমসিসিআই-এর একটি অনুষ্ঠান শেষে চিনির দাম বৃদ্ধি প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম বৃদ্ধি সঠিক সিদ্ধান্ত। পর্যাপ্ত হিসাব নিকাশ করেই এটা করা হয়েছে। চিনির দাম না বাড়ালে বাজারে চিনিই পাওয়া যাবে না। সার্বিক দিক বিবেচনা করে যে দাম হওয়া উচিত সেটাই নির্ধারণ করা হয়েছে। আবার যখন কমানো প্রয়োজন, তখন কমানো হবে।
তিনি বলেন, দেশে যে পরিমাণ চিনি উৎপাদন হয় তা মোট প্রয়োজনের ১ শতাংশ। চিনির দামের ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলতে পারে না। দেশে উৎপাদিত চিনির পরিমাণ ৫০ হাজার টন। আমাদের চিনির চাহিদা পূরণ করতে হয় আমদানি করে। গ্লোবাল মার্কেটে চিনির দাম বেড়েছে। এ জন্য সমস্যাটা হয়েছে। আমরা চেষ্টা করছি ভ্যাট যেন কমিয়ে দেয়া হয়। ভ্যাটের প্রভাব দামের ওপর পড়ে।
এমএম