ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তথ্য অধিকার আইন বাস্তবায়নে সোনালী ব্যাংকের কর্মশালা 

প্রকাশিত: ১৭:৫৭, ১৪ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৮:৩০, ১৪ ডিসেম্বর ২০২২

তথ্য অধিকার আইন বাস্তবায়নে সোনালী ব্যাংকের কর্মশালা 

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম

সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান, মো.সাফায়াত হোসেন পাটওয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন খান, বীথি আক্তার এবং মাঠ পর্যায়ের ৭৫টি শাখার ম্যানেজারবৃন্দ কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। 

কর্মশালায় সোনালী ব্যাংকে তথ্য অধিকার আইন-২০০৯ পূর্ণরূপে বাস্তবায়ন এবং কর্মকর্তাদের মধ্যে এই আইনের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিই  কর্মশালার মূল উদ্দেশ্য।

 

রহিম শেখ

সম্পর্কিত বিষয়:

×