টিসিবির পণ্য
ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি হওয়া চিনি ও ডাল কেজিতে ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী এক কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং এক কেজি ডাল ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হবে। তবে ভোজ্যতেলের দাম ১১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
টিসিবি জানায়, দেশের সব মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলায় ১ কোটি কার্ডধারী পরিবারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।
সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী দোকান থেকে এসব পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
এসআর