ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

প্রকাশিত: ১৮:২১, ৪ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

মো. মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকশেন্স অ্যান্ড পাবলিকেশন্সের দায়িত্ব পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

রবিবার (৪ ডিসেম্বর) তাকে এই পদে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আজ থেকেই ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাউল হক।

এর আগে গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকশেন্স অ্যান্ড পাবলিকেশন্সের দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকটির সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও সদ্য অবসরে যাওয়া মুখপাত্র মো. সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছিলেন মেজবাউল হক। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাট্রেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ছাড়াও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক।
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×