ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাজিদা ফাউন্ডেশনকে লংকান অ্যালায়েন্স ফাইন্যান্সের অনুদান 

প্রকাশিত: ১৬:১১, ২৩ নভেম্বর ২০২২; আপডেট: ১৬:১২, ২৩ নভেম্বর ২০২২

সাজিদা ফাউন্ডেশনকে লংকান অ্যালায়েন্স ফাইন্যান্সের অনুদান 

অনুদানের চেক হস্তান্তর করা হচ্ছে

সাজিদা ফাউন্ডেশনকে অনুদান দিয়েছে লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড (এলএএফএল)। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিএসএব সাজিদা ফাউন্ডেশনের আরবান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (সুদিন) অধীনে স্কুলবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতেই এ অনুদান দেয়া হয়েছে। 

বুধবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে এলএএফএলের সিইও কান্তি কুমার সাহা সাজিদা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) সরদার আখতার হামিদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে এলএএফএলের হেড অব বিজনেস শাহানুর রশিদ, সাজিদা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সিনহা হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×