ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেসিস ও বিডিট্যাক্সের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৩২, ১৮ নভেম্বর ২০২২

বেসিস ও বিডিট্যাক্সের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

সমঝোতা স্মারক স্বাক্ষর

বেসিস ও বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড বেসিস এনলিস্টেড মেম্বার এবং এমপ্লয়ীদের ট্যাক্স রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার সমাধানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিডিট্যাক্স এর পক্ষে, মাহবুবুল কবির (প্রধান পরিচালন কর্মকর্তা), এনায়েত খন্দকার (সিনিয়র ম্যানেজার- পিএম অ্যান্ড অপারেশনস), শামীম রহমান (ম্যানেজার- ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) এবং বেসিসের পক্ষে, নির্বাহী পরিচালক আবু ঈসা মোহাম্মদ মাইন উদ্দিন, চেয়ারম্যান (স্ট্যান্ডিং কমিটি অন মেম্বার সার্ভিসেস & ওয়েলফেয়ার) মো: শাহজালাল এবং হেড অফ সার্ভিস- চৌধুরী ফাতিমা রোকন তুলি তাদের নিজস্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এখন থেকে বেসিস এনলিস্টেড মেম্বার এবং তাদের এমপ্লয়ীরা বিডিট্যাক্স থেকে বিশেষ ছাড় এবং ফ্রি ট্যাক্স পরামর্শ পরিষেবা পাবেন। উভয় সংস্থাই বিশ্বাস করে যে এই চুক্তির অধীনে বেসিস এনলিস্টেড মেম্বার এবং তাদের এমপ্লয়ীরা বাংলাদেশের সেরা প্রযুক্তি-চালিত পুরস্কারপ্রাপ্ত পেশাদার কর পরিষেবাগুলিতে অ্যাক্সেস পাবে।

এমএইচ

×