ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শর্ত ছাড়াই বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

প্রকাশিত: ১৭:২৩, ৯ নভেম্বর ২০২২; আপডেট: ১৭:২৫, ৯ নভেম্বর ২০২২

শর্ত ছাড়াই বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কোনো শর্ত ছাড়াই বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

বুধবার ( ৯ নভেম্বর) আইএমএফ মিশনের সঙ্গে ১৫ দিনের সিরিজ বৈঠকের সমাপনী দিনে এসব কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, আমরা আইএমএফ থেকে যেভাবে ঋণ সহযোগিতা চেয়েছিলাম সেভাবেই বাংলাদেশকে মোট সাত কিস্তিতে ৪৫০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে। যার প্রথম কিস্তি ৪৪৮ দশমিক ৪৮ মিলিয়ন ডলার ছাড়ের প্রক্রিয়া শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।

এরপর পরবর্তী ছয় কিস্তি সমান করে মোট ৬৫৯ মিলিয়ন ডলার করে ছাড় করবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মধ্যে এই ঋণ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ঋণের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে সাড়ে পাঁচ থেকে দশ বছর।

আইএমএফের বিবৃতিতে বলা হয়, আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ( ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি থেকে ৩২০ কোটি ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে কর্মকর্তা পর্যায়ে তারা একমত হয়েছেন।
 

এসআর

সম্পর্কিত বিষয়:

×