ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় এটিএম বুথ চালু

প্রকাশিত: ১৭:২৫, ২৬ অক্টোবর ২০২২

সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় এটিএম বুথ চালু

জাতীয় সংসদের চিফ হুইপ নূর- ই -আলম চৌধুরী ফিতা কেটে এ বুথ উদ্বোধন করেন

সোনালী ব্যাংক লিমিটেডের জাতীয় সংসদ ভবন শাখায় এটিএম বুথ সেবা চালু হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর- ই -আলম চৌধুরী ফিতা কেটে এ বুথ উদ্বোধন করেন।

জাতীয় সংসদ ভবনস্থ সোনালী ব্যাংকের এ শাখা সংলগ্ন বুথ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। 

এছাড়া বিশেষ অথিতি হিসেবে  উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য নাহিদ ইজহার খান। 

অন্যান্যদের মধ্যে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত সচিব (অর্থ) স্বপন কুমার বড়াল, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা সেন্ট্রালের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল অফিস, রমনার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জমান, শাখা ব্যবস্থাপক শাহনাজ হোছাইনসহ সংসদ সচিবালয় ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়:

×