ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:১৭, ২৩ অক্টোবর ২০২২; আপডেট: ১৭:৩৩, ২৩ অক্টোবর ২০২২

রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন  চুক্তির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ত্রৈমাসিক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২০২৩ এর প্রথম ত্রৈমাসিক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩য় তলায় মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। এতে ব্যাংকের মহাব্যবস্থাপক ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হারুনুর রশীদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. গোলম মরতুজা, কাজী আবদুর রহমান, কাজী ওয়াহিদুল ইসলাম, ইকবাল হোসেন খাঁ ও মোহাম্মদ শাহেদুর রহমান। এছাড়াও সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজারগণ ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। 

রহিম শেখ

সম্পর্কিত বিষয়:

×