ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রূপালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশিত: ১৬:৫৪, ১৮ অক্টোবর ২০২২

রূপালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

‘শেখ রাসেল’ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘শেখ রাসেল’ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। 

পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ‘শেখ রাসেল’ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি  বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। 

সেদিন শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা তাঁর জীবনই শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তাঁর অবিকশিত অপার সম্ভাবনা। তিনি আরও বলেন, শেখ রাসেল ছিল বন্ধুবৎসল, গরীব দুঃখীদের প্রতি ছিল তার অসীম দরদ ও মমতা। আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন মানবদরদী মানুষ পেত। আমরা শেখ রাসেলের পাশাপাশি জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের স্মৃতিও এই দিনে স্মরণ করি।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, কাজী আবদুর রহমান, ফয়েজ আলম, কাজী ওয়াহিদুল ইসলাম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  


 

সম্পর্কিত বিষয়:

×