ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা নিয়ে ইভ্যালির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৩:২২, ২ অক্টোবর ২০২২; আপডেট: ১৩:৪৩, ২ অক্টোবর ২০২২

আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা নিয়ে ইভ্যালির সংবাদ সম্মেলন

ইভ্যালি

আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা নিয়ে ইভ্যালি সংবাদ সম্মেলন ডেকেছে অনলাইন ই-কমার্স সাইট ইভ্যালি।

আগামী ৬ অক্টোবর বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইভ্যালি। গতকাল শনিবার রাতে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত থাকতে চাইলে তাদের ইভ্যালির ইমেইল অ্যাড্রেসে মেইল করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন আদালতের নির্দেশে গঠিত সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এরপর প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ইভ্যালি দায়িত্ব নেন। তার নেতৃত্বেই নতুন পরিচালনা পর্ষদ গঠন হচ্ছে এবং ইভ্যালি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইভ্যালি ২০১৮ সালে যাত্রা শুরু করে। তবে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হওয়ায় পাহাড়সম অভিযোগ জমা হয় তাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গ্রাহকের মামলার ভিত্তিতে গুলশান থেকে ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান পদে থাকা তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। শামীমা নাসরিন বর্তমানে জামিনে থাকলেও কারাগারে আছেন তার স্বামী রাসেল।

এমএইচ

×