শেয়ার বাজার প্রতীকী ছবি
মূল লেনদেনের আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট। যা আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এলক্ষ্যে ২২ সেপ্টেম্বর বিএসইসির সহকারি পরিচালক মো. মোসাব্বির আল আশিক সাক্ষরিত চিঠি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
এর ফলে আগামী ২৫ সেপ্টেম্বর রবিবার থেকে সকাল ৯ টাকা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা।
এর আগে কারসাজির ঘটনায় চলতি বছরের ২০ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট।
এসআর