ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

পাঁচটার মধ্যে ব্যাংক বন্ধের নির্দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ২২ আগস্ট ২০২২

পাঁচটার মধ্যে ব্যাংক বন্ধের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক। 

বিদ্যুৎ সাশ্রয়ে বিকাল ৫টার মধ্যে ব্যাংক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংকের কার্যক্রম শুরু হবে সকাল ৯টা থেকে। আগামী বুধবার থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

সার্কুলারে বলা হয়েছে, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৫ ঘটিকার মধ্যে সব কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপ শাখা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

সম্পর্কিত বিষয়:

×