ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্তঃব্যাংক ডলার বেচাকেনার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ২০:০৬, ১৪ আগস্ট ২০২২

আন্তঃব্যাংক ডলার বেচাকেনার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক।

দেশে ডলারের বাজার স্থিতিশীল করতে আন্তঃব্যাংক ডলার বেচাকেনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘ডলারের সংকট কাটিয়ে ওঠার জন্যই আজ এবিবি ও বাফেদার সঙ্গে বৈঠক হয়। কীভাবে বাজার স্থিতিশীল করা যায়, সেই বিষয়ে তাদের কাছ থেকেও কিছু পরামর্শ নেওয়া হয়েছে। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এবিবি ও বাফেদা কথা দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ডলারের মার্কেট স্থিতিশীল হবে। আর কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা তাদেরকে দিয়েছে, তার মধ্যে একটি হলো- ব্যাংকগুলোকে তাদের রপ্তানি বিল দ্রুত দেশে এনে নগদায়ন করতে হবে। অন্যটি হলো- নিজেদের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করা।’

সিরাজুল ইসলাম বলেন, ‘আমদানি কমাতে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা ছিল, তা কার্যকর হচ্ছে। এরই মধ্যে ৩১ শতাংশ আমদানি কমেছে। আগামী দু-একমাসের মধ্যে ডলারের বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছি।’

ডলার নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ডলার মার্কেট কেন্দ্রীয় ব্যাংক সবসময় পর্যবেক্ষণ করছে। এমন কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত বিষয়:

×