ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আবারো বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ২০:৪৪, ২১ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:০০, ২১ নভেম্বর ২০২৪

আবারো বাড়ল স্বর্ণের দাম

স্বর্ণের গহনা। 

দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। 

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯০১ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় দুই হাজার ৯৪০ টাকা। ফলে দুই দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল চার হাজার ৯৩৪ টাকা।

এম হাসান

×