ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

প্রকাশিত: ২১:১৫, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১৭, ২৭ এপ্রিল ২০২৫

২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৭০৬ কোটি টাকা।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রেমিট্যান্সের বড় অংশ, ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার, এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার।

চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে রেকর্ড ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। জানুয়ারিতে এসেছিল ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

গত বছরও প্রতিমাসে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য, তবে এ বছর মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসএফ 

×