ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বেড়েই চলছে রেমিট্যান্স প্রবাহ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:৫০, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫২, ৭ মার্চ ২০২৫

বেড়েই চলছে রেমিট্যান্স প্রবাহ

ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর গত কয়েকমাস ধরেই ২০ বিলিয়নে উঠানামা করেছিল বৈদেশিক মুদ্রার রির্জাভ।  জানুয়ারি মাসের শুরুতে রির্জাভ ২১ বিলিয়নের ঘরে উঠলেও মাসের মাঝামাঝি সময় তা আবারও কিছুটা নিচের দিকে নেমে আসে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রির্জাভ ২১ বিলিয়নের উপরে অবস্থান করছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো: আরিফ হোসেন বলেন, বর্তমান সরকারের প্রতি প্রবাসীদের আস্থা আছে। সেই জন্যই রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে।  আমরা যদি গ্রস হিসাব করি। তাহলে ২৫.৮৭ বিলিয়ন ডলার। আইএমএফ এর  যে ফরমেট আছে যাকে সংক্ষেপে পিপিএল-৬ বলি। সেটা অনুযায়ী ২০.৬১। 

তিনি বলেন, যেসব দেশে আমাদের প্রবাসীর সংখ্যা বেশি তাদের উদ্ভুদ্ধ করা যাতে করে তারা ব্যাংকের মাধ্যমে যেন টাকা পাঠায়। ব্যাংক সরকার যৌথভাবেই এ কাজগুলো করছে।

পুবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তাদের আস্থা বেড়েছে। প্রতিদিনই রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতি ভালোবাসার জায়গাটা মানুষকে সচেতন করতে হবে। দেশের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধ হচ্ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে। বিদেশি মিশনগুলোকেও কাজে লাগাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর বলেন,  গত ৬ মাসে আমরা ৩ বিলিয়ন ডলার বাড়তি রেমিট্যান্স পেয়েছি। ২বিলিয়ন ডলার বাড়তি এক্সপোর্ট পেয়েছি। আমাদের যে ঘাটতি ছিল সেটা এখন আর নাই। রিজার্ভ এখন আগের চেয়ে ভালো আছে।

শহীদ

×