ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শেয়ারবাজারের সংকট নিরসনে উচ্চ পর্যায়ের বৈঠক আজ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:২৫, ৬ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারের সংকট নিরসনে উচ্চ পর্যায়ের বৈঠক আজ

ইতিবাচক প্রবণতা ফিরতে শুরু করলেও ব্যতিক্রম শুধু শেয়ারবাজার

শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন খাতে সংস্কার কাজ শুরুর পর ইতিবাচক প্রবণতা ফিরতে শুরু করলেও ব্যতিক্রম শুধু শেয়ারবাজার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করলেও হতাশা পৌঁছছে চরমে।

কোনো কিছুতেই কোনো   কাজ হচ্ছে না। উল্টো প্রতিদিনই শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমছে। তবে উচ্চপর্যায়ের এই বৈঠকের খবর বিনিয়োগকারীদের মধ্যে পৌঁছানোর পর সোমবার কিছুটা ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। 
উদ্ভূত পরিস্থিতিতে দেশের শেয়ারবাজারের চলমান সংকট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংকট নিরসনে উচ্চপর্যায়ের এই বৈঠকের বিষয়টি ডিএসইর পরিচালক শাকিল রিজভী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডিএসইর পরিচালনা পর্ষদের উদ্যোগে এ আলোচনা সভায়- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টরা জানান, পুঁজিবাজারে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজারে তার কোনো প্রভাব পড়েনি। ফলে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সব স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট আরও প্রবলভাবে দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আজ সকালে ডিএসই যাবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, মঙ্গলবার সকালে ডিএসইতে আসবেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজারের সব সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হবে। আলোচনায় পুঁজিবাজারের উন্নয়নে স্টেকহোল্ডারদের পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ করা হতে পারে।
বাজার পরিস্থিতি ॥ নেটওয়ার্ক সমস্যার পর সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের শেয়ারবাজারে দরপতন হলেও দ্বিতীয় কার্যদিবস সোমবার ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান স্থান হয়েছে। এরপরও বেড়েছে মূল্যসূচক। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
এর আগের সপ্তাহের প্রথম কার্যদিবস নেটওয়ার্ক সমস্যায় ডিএসইতে লেনদেন বিঘœ ঘটে। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়ে চলে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট অর্থাৎ ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলে। নেটওয়ার্ক সমস্যার সমাধানের পর লেনদেন হলেও সার্বিক শেয়ারবাজার দরপতন হয়।
এমন পরিস্থিতিতে সোমবার নির্ধারিত সময়েই ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই দাম বাড়ার তালিকায় নাম লেখায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে সূচকেও উর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের পুরো সময়জুড়েই অব্যাহত থাকে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর বিপরীতে দাম কমেছে ১০১টির এবং ৭৪টির দাম অপরিবর্তিত। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৮ পয়েন্টে উঠে এসেছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে।

×