বিনিয়োগকারীদের আস্থার ওপর নির্ভর করে পুঁজিবাজারের ভবিষ্যৎ
বিনিয়োগকারীদের আস্থার ওপর নির্ভর করে পুঁজিবাজারের ভবিষ্যৎ। মূলত এ বাজারের শক্তিই হলো বিনিয়োগকারীরা। তাদের আস্থা ফিরিয়ে আনতে পারলেই বাজার স্থিতিশীল হবে। এজন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারঅ্যাকটিং ইস্যু ফর দ্য টিআরইসি হোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আজ সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন এসব কথা বলেন।
বৃহস্পতিবার উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। ডিএসইর পরিচালক বলেন, এ ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের কমপ্লায়েন্সের সকল নির্দেশনা সঠিকভাবে মেনে চলে লেনদেন সম্পন্ন করতে হবে। আপনারা হচ্ছেন বাজারের মূল সহায়ক শক্তি।
তিনি আরও বলেন, বাংলাদেশে সার্বিক অর্থনীতির সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজার বড় হয়নি। ইতোমধ্যে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাজারে কোনো বাজে আইপিও না আসা। অর্থনীতি উন্নয়নের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে টাকা পাচার বন্ধ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের কিস্তি না দিলে ঋণ খেলাপি হয়ে যাওয়া ইত্যাদি। আমরা আশাবাদী খুব শীঘ্রই সরকার পুঁজিবাজারের দিকে আরও অধিক নজর দিবে। মিনহাজ মান্নান বলেন, একজন বিনিয়োগকারীর জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনা করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে। অপরপক্ষে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এজন্য অডিট ফার্মগুলোর মূল ভূমিকা পালন করতে হবে। এ ছাড়াও কোম্পানিগুলোকে আন্তর্জাতিক মানদ- আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে যাতে বিনিয়োগকারীরা সহজে এটি বুঝতে পারে। আমাদের পুঁজিবাজারের পরিধি ছোট হওয়ায় অনেক গুজব বাজারে বিদ্যমান। তাই তিনি প্রশিক্ষণার্থীদের সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানান।
কারণ নিয়মকানুন সঠিকভাবে প্রতিপালন করলে বিনিয়োগকারীদের আস্থাও অটুট থাকে। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান পরিচালন কর্মকর্তা মো. ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।
মুন্নু এগ্রোর বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি
অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি আলোচিত সময়ে মোট ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১ ডিসেম্বর। তবে বিএসইসি বোনাস লভ্যাংশে সম্মতি না দেওয়ায় এই রেকর্ড তারিখ প্রযোজ্য হবে না।
এদিকে কোম্পানি জানিয়েছে, বিএসইসির অনুমোদন পেলে বোনাস লভ্যাংশের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।