কথা বলছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গ্রাহকদের টাকা ফেরত দেবেনা এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের। আগামী ৩ মাসের মধ্যে এই সমস্যা সমন্বয় হবে। আশা করছি সমস্যার সমাধান হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ব্যাংকটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘কোনোভাবে ওই পর্যায়ে ন্যাশনাল ব্যাংক যাবেনা, যেখানে গ্রাহকদের টাকা দিতে পারবে না। সবাই যদি একসঙ্গে কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে চায় তাহলে পৃথিবীর কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানই টিকে থাকতে পারবে না, বন্ধ হয়ে যাবে।’
ব্যাংকটির অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, ‘ন্যাশনাল ব্যাংকে আগে যে অনিয়ম হয়েছে এখন আর তা হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে গত ৩ মাসে ব্যাংকটিতে কোনো অনিয়ম হয়নি। আশা করছি ভবিষ্যতেও আর কোনো অনিয়ম হবেও না।’
ব্যাংকটি এখন কি উপায়ে চলছে এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর কি কি পরিবর্তন এসেছে যে কারণে গ্রাহকদের আস্থা ফিরবে- প্রশ্নে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘অনিয়মগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর আইনের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে এবং টাকা রিকভারি করার কাজ করা হচ্ছে। আমরা কয়েক মাস ঠিক মতো রেমিটেন্স আনতে পারিনি, এই সমস্যা চলতি সপ্তাহে সমাধান হবে। আর বৈদেশিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা সমাধান হলে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবো বলে আশা করছি।’
তিনি জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক প্রায় ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরো ৪০০ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম হাসান