ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ব্যাংক থেকে নগদ উত্তোলনের সীমা বাড়ল

প্রকাশিত: ১৩:২৪, ২৫ আগস্ট ২০২৪

ব্যাংক থেকে নগদ উত্তোলনের সীমা বাড়ল

ছবি: সংগৃহীত

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে চার লাখ টাকা পর্যন্ত।

গতকাল শনিবার (২৪ আগস্ট) বিভিন্ন ব্যাংকের এমডিকে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

তবে গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা এক হিসাব থেকে আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে।

বর্তমানে নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে এই সীমা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা ছিল তিন লাখ টাকা পর্যন্ত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। অর্থাৎ প্রতি সপ্তাহে টাকা তোলার সীমা বাড়ানো হচ্ছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। 

 

এসআর

×