
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক শহরের ব্যয়বহুল আবাসন সংকটের মধ্যেও অ্যামাজন একটি বড় সুখবর নিয়ে এসেছে। অনলাইন রিটেইলারটি এখন বিক্রি করছে বিলাসবহুল কেবিন অনুপ্রাণিত একটি টাইনিহাউস, যার দাম মাত্র ১০ হাজার ডলারের নিচে। এতে রয়েছে দুটি বেডরুম, একটি সম্পূর্ণ রান্নাঘর ও একটি বাথরুম, আর অর্ধেক বাড়ি জুড়ে ফ্লোর-টু-সিলিং জানালা, যা প্রাকৃতিক আলোয় ভরিয়ে দেবে ঘর।
চীনের ঝং মেশিনারি কোম্পানির তৈরি এই টাইনিহাউস প্রি-ইনস্টলড ইলেকট্রিক্যাল আউটলেট, জানালা, দরজা, বাথরুমের টয়লেট ও ফুল-সাইজড শাওয়ারসহ প্রায় পুরোপুরি প্রস্তুত অবস্থায় আসে। চাইলেই বাড়ির বাইরের রঙ, মেঝের ধরন এমনকি স্কয়ার ফুটেজ ৮০০ পর্যন্ত বাড়িয়ে তিনটি বেডরুমও যোগ করা যায়।
চাহিদামতো সৌর প্যানেল ও রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেমও যুক্ত করা সম্ভব, যা আপনাকে বিল কমাতে সহায়তা করবে। সহজ ফোল্ডেবল ডিজাইন থাকায় এই বাড়ি স্থাপন করাও বেশ দ্রুত ও সহজ।
অ্যামাজনে আরও নানা ধরনের টাইনিহাউস পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ডলারের মধ্যে। বিস্তারিত জানতে অ্যামাজনের স্পোর্টস ও আউটডোর স্টোরফ্রন্ট ঘুরে আসুন।
সূত্র: https://www.travelandleisure.com/amazon-tiny-house-with-rainwater-harvesting-system-11722011
আবীর