
ছবি: সংগৃহীত
জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন যে ইসলামি মাস ধুল কাদাহের প্রথম চাঁদ সোমবার (২৮ এপ্রিল) বিশ্বের অধিকাংশ অঞ্চলে দেখা যাবে। এই পূর্বাভাস ইসলামিক ক্রেসেন্ট অবজারভেশন প্রজেক্ট (আইসিওপ) এই সপ্তাহে প্রকাশিত গণনা অনুযায়ী দেয়া হয়েছে।
কেন্দ্রীয় সংযোগ (নতুন চাঁদ) রবিবার ( ২৭ এপ্রিল) ১৯:৩১ ইউটিসি সময়ে ঘটবে। তবে বিশেষজ্ঞরা জানান যে, অধিকাংশ অঞ্চলে রবিবার সন্ধ্যায় চাঁদ নগ্ন চোখে দেখা যাবে না, কারণ সংযোগের সময় এবং চাঁদের অবস্থান হরিজনের তুলনায় এমনভাবে থাকবে যে, চাঁদ দেখা যাবে না।
সোমবার (২৮ এপ্রিল) চাঁদের দৃশ্যমানতা অনেক উন্নত হবে এবং চাঁদ বিশ্বজুড়ে, বিশেষত পশ্চিম অঞ্চলে, সহজেই দেখা যাবে। বিশ্ব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, যা পূর্বনির্ধারিত চাঁদ দৃশ্যমানতার উপর নির্ভরশীল, ধুল কাদাহ সোমবার(২৮ এপ্রিল) পশ্চিম অঞ্চলে শুরু হবে এবং মঙ্গলবার (২৯ এপ্রিল), পূর্ব অঞ্চলে শুরু হবে।
তবে আইসিওপ সতর্ক করেছে যে, বাস্তব শুরু তারিখগুলি স্থানীয় চাঁদ দেখার প্রথা এবং বিভিন্ন দেশের গ্রহণকৃত বিশেষ মানদণ্ডের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
শহীদ