
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ক্রমবর্ধমান সম্পৃক্ততার একটি উদাহরণ হিসেবে সম্প্রতি ফ্রান্সের প্যারিসে বসবাসকারী এক তরুণী দাবি করেছেন, চ্যাটজিপিটি তার রক্তের ক্যান্সারের লক্ষণ শনাক্ত করেছিল ডাক্তারদের চেয়েও প্রায় এক বছর আগে। ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে।
মার্লি গার্নরেইটার নামে ২৭ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে রাতের ঘুমে অতিরিক্ত ঘাম ও ত্বকে চুলকানির মতো সমস্যায় ভুগছিলেন। তবে তিনি ভেবেছিলেন, বাবার কোলন ক্যানসারে মৃত্যুর পর মানসিক চাপের কারণেই এসব উপসর্গ দেখা দিচ্ছে। সেই সময়কার মেডিকেল চেকআপগুলোতেও কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি এবং পরীক্ষার ফলাফল ছিল স্বাভাবিক।
তবুও অসন্তুষ্ট থেকে তিনি নিজেই চ্যাটজিপিটিতে নিজের উপসর্গগুলো বর্ণনা করেন। এআই চ্যাটবটটি উত্তর দেয়, তার উপসর্গগুলো রক্ত ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ হতে পারে। প্রথমে তিনি এই সতর্কবার্তাকে গুরুত্ব দেননি। মার্কিন গণমাধ্যম 'পিপল ডটকম'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে তিনি চ্যাটজিপিটির পরামর্শকে গুরুত্ব দেননি এবং তার বন্ধুরাও তাকে বলেছিল, চিকিৎসার বিষয়ে একটি মেশিনের পরামর্শে ভরসা করা ঠিক নয়।
কয়েক মাস পর গার্নরেইটার অনুভব করতে থাকেন যে তিনি আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত থাকেন এবং বুকে ব্যথাও অনুভব করতে থাকেন। এরপর দ্বিতীয় দফায় চিকিৎসা গ্রহণের সময় একটি স্ক্যানে তার বাম ফুসফুসে একটি বড় টিউমার ধরা পড়ে। শেষ পর্যন্ত চিকিৎসকেরা জানান, তিনি হজকিন লিম্ফোমায় আক্রান্ত — এটি এক ধরনের বিরল রক্ত ক্যান্সার, যা শ্বেত রক্তকণিকাকে আক্রান্ত করে।
এখন কেমোথেরাপির প্রস্তুতি নিচ্ছেন গার্নরেইটার। তিনি বলেন, “আমি কখনো কল্পনাও করিনি, একটি এআই টুল এমন গুরুত্বপূর্ণ কিছু এত আগেই শনাক্ত করতে পারে, যা চিকিৎসাব্যবস্থা ধরতেই পারেনি। এটা আমার জন্য অবিশ্বাস্য ছিল। আমি শুধু চাইছিলাম, আমার পরিবার যেন আবার সেই দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে না যায়।”
যদিও হজকিন লিম্ফোমা একটি বিরল ক্যানসার, তবে সময়মতো শনাক্ত করা গেলে এর নিরাময়ের হার অনেক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ক্যান্সারের পাঁচ বছর পর বেঁচে থাকার হার ৮০ শতাংশেরও বেশি। সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, পেটব্যথা, চুলকানি, রাতের ঘামে ভিজে যাওয়া এবং জ্বর — যেগুলোর অনেকগুলোই গার্নরেইটারের মধ্যে দেখা গিয়েছিল।
চিকিৎসার দিকে এগিয়ে যেতে যেতে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করবে যেন তারা নিজেদের শরীরের প্রতি মনোযোগ দেন এবং কিছু অস্বাভাবিক মনে হলে দ্বিতীয় মতামতের জন্য দ্বিধা না করেন। তার ভাষায়, “নিজের শরীরের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজের ভেতরের সত্তার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলি।”
যদিও চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুল চিকিৎসকের বিকল্প নয়, তবুও গার্নরেইটারের অভিজ্ঞতা দেখায় যে, কখনো কখনো এসব প্রযুক্তি প্রাথমিক উপসর্গ শনাক্তকরণে সহায়ক ভূমিকা রাখতে পারে — বিশেষ করে যখন প্রচলিত পদ্ধতিতে রোগ নির্ণয়ে সময় লেগে যায়।
সূত্র: https://www.indiatoday.in/technology/news/story/27-year-old-woman-says-chatgpt-helped-detect-cancer-one-year-before-doctors-2714867-2025-04-25
আবীর