ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আপনি প্রথমে কী দেখলেন গাছ, শিকড় না ঠোঁট? ছবিই বলে দেবে আপনি কেমন মানুষ

প্রকাশিত: ০১:৪৩, ২৫ এপ্রিল ২০২৫

আপনি প্রথমে কী দেখলেন গাছ, শিকড় না ঠোঁট? ছবিই বলে দেবে আপনি কেমন মানুষ

ছবি: সংগৃহীত

দেখতে সাধারণ এক ছবি, কিন্তু তাতে লুকিয়ে থাকতে পারে আপনার ব্যক্তিত্বের রহস্য! সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন ভিত্তিক পার্সোনালিটি টেস্ট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে একটি ছবিতে গাছ, শিকড় এবং ঠোঁট একসঙ্গে দেখা যায়। আপনি প্রথমে কী দেখলেন— সেটাই নাকি বলে দেবে আপনি কী ধরনের মানুষ!

এই মনস্তাত্ত্বিক ছবিটি শেয়ার করেছে ‘রিকভারি ট্রমা লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। তাদের মতে, আপনি ছবিটিতে যেটি প্রথম দেখেন, সেটাই আপনার প্রবণতা, আবেগ এবং ব্যাক্তিত্বের গভীর দিকগুলোকে প্রতিফলিত করে।

আপনি প্রথমে গাছ দেখেছেন?
তাহলে আপনি সম্ভবত একজন বহির্মুখী মানুষ। আপনি মিশুক, সামাজিক পরিস্থিতিতে ভদ্র এবং চিন্তাশীল। অন্যরা আপনাকে কেমনভাবে দেখছে, তা নিয়ে আপনি ভাবেন এবং কখনও কখনও অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দেন। তবে আপনার মধ্যে একটি রহস্যময় দিকও রয়েছে, যা সবাই বুঝে উঠতে পারে না।

আপনি প্রথমে শিকড় দেখেছেন?
তাহলে আপনি সম্ভবত অন্তর্মুখী স্বভাবের। আপনি নরম মনের মানুষ, কিন্তু ভেতরে ভেতরে বেশ দৃঢ়চেতা ও একগুঁয়ে। অনেকে প্রথমে আপনাকে সাধারণ মনে করলেও, আসলে আপনি অত্যন্ত সক্ষম এবং আবেগপ্রবণ।

আপনি প্রথমে ঠোঁট দেখেছেন?
তাহলে আপনি একজন শান্তপ্রিয়, ভারসাম্যপূর্ণ মানুষ। আপনি জটিলতা এড়িয়ে চলেন, সহজ-সরল জীবন পছন্দ করেন। ট্রেন্ড বা সামাজিক চাপে সহজে প্রভাবিত হন না। আপনাকে একপ্রকার মানসিক শান্তির প্রতীক বলা যায়।


মনোবিজ্ঞানীরা বলছেন, এসব টেস্ট ১০০ শতাংশ বৈজ্ঞানিক নয়। কারণ আপনার মুড, মনোযোগ ও ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী ফলাফল বদলাতে পারে। তবে সঠিকভাবে দেখলে, এটি আত্ম-অন্বেষণের একটি মজার ও হালকা ধাঁচের উপায় হতে পারে।

এসএফ 

×